নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনকে একটি আধুনিক মডেল সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন। তিনি বলেন, “স্বপ্নের ঢাকা-১৮ গড়তে আপনাদের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। চাঁদামুক্ত ব্যবসা-বাণিজ্য, নিশ্চিন্তে বাড়ি নির্মাণের সুযোগ, দলীয় প্রভাবমুক্ত শিক্ষা ব্যবস্থা—এসব নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় উত্তরা হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষ্মী, জসীমউদ্দীন হয়ে বিএনএস সেন্টার পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী গণসংযোগ কর্মসূচি ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন। পদযাত্রার সভাপতির বক্তব্যে তিনি ঢাকা-১৮ এর সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “মশা নিধন, গ্যাস–পানি–ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং নারীদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে এ অঞ্চলে বহু জনপ্রতিনিধি নির্বাচিত হলেও এলাকার প্রকৃত উন্নয়ন হয়নি। এবার আমাদের লক্ষ্য টেকসই পরিবর্তন আনা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই যাত্রা শুরু করেছি।”
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগের মুফতি হেমায়েত উল্লাহ কাসেমী, আলহাজ্ব ইব্রাহিম শেখ, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মাসুম বিল্লাহ, আবু জাফর আলম, আলাউদ্দিন সাবেরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


