হাতিরঝিলের সঙ্গে সংযোগ হচ্ছে বনানী-বারিধারা লেক

নিজস্ব প্রতিবেদক : গুলশান বারিধারা লেক হাতিরঝিলের সঙ্গে সংযোগ হচ্ছে। এ লেক খনন করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং দূষিত পানি পরিশোধন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে লেক অবৈধ দখলমুক্ত করা হচ্ছে।

বুধবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বনানী-বারিধারা লেক পরিদর্শনকালে এ কথা জানান।

এ সময় রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, সদস্য (উন্নয়ন) আব্দুর রহমান, প্রধান প্রকৌশলী রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, এর ফলে এলাকার নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের উন্নয়ন ঘটবে। চিত্তবিনোদনের সুযোগ বাড়বে। এজন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ৪১০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ইতিমধ্যে খনন কাজের বেশিরভাগই শেষ হয়েছে।

গণপূর্তমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক বিবেচনায় দলীয় লোকদের প্লট দিতে গিয়ে বিগত সরকারগুলো লেক ভরাট করে সংকুচিত করে ফেলেছে। ১৯৯৬ মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর লেকের পাড় দিয়ে পায়ে হাঁটার পথ নির্মাণ করে অবৈধ দখল প্রক্রিয়া বন্ধ করা হয়। সে সময়ে কাজ শেষ না হওয়ায় পরবর্তী সময়ে লেক ভরাট করে আবারো প্লট বরাদ্দ দেওয়া হয়।

তিনি বলেন, এলাকার পরিবেশের বিষয়কে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণকালে লেক রাখা হয়। কিন্তু এরমধ্যে মানববর্জ্যসহ সব বর্জ্য ফেলা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা রাজউকের দায়িত্ব নয়। পূর্ত মন্ত্রণালয়ের নিজস্ব নির্মাণ কাজে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নিজস্ব ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। আজিমপুরে নির্মাণাধীন ভবনে এবং উত্তরা ১৮ নম্বর সেক্টরের অ্যাপার্টমেন্ট প্রকল্পে শিগগিরই এ ব্যবস্থা দেখা যাবে।

মন্ত্রী বনানী ১৮, ২০, ২২, ২৪ নম্বর সড়ক সংলগ্ন লেকের পাড়, বনানী ব্রিজ, কড়াইল বস্তি, মহাখালী সংযোগ ব্রিজ, নিকুঞ্জ ব্রিজসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময়ে তিনি অবৈধ দখল ও স্থাপনাসমূহ উচ্ছেদের জন্য রাজউককে নির্দেশ দেন।