হাতিরঝিলে গাড়িচাপায় পিকআপ ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৩১) নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন যানবাহন তাকে ধাক্কা দিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রামপুরা রোডের ইউলুপের মুখে একটি গাড়ি মোহাম্মদ আলীর পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এ সময় মোহাম্মদ আলী তার ভ্যান থেকে নেমে গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেন। গাড়িটি না থেমে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোন গাড়ির চাপায় সে নিহত হয়েছে তা জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে বলে জানান তিনি। নিহত মোহাম্মদ আলীর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।