
নিজস্ব প্রতিবেদক : নিহতরা হলেন-হাবিবুল্লাহ (২৫) ও মো. হেমায়েতউল্লাহ (৩০)। মঙ্গলবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। বাড্ডা থানার এসআই অনয় হোসেন জানান, ‘মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ওই দুজন হাতিরঝিল দিয়ে বাড্ডার দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। তারা দুজন ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুই বন্ধুর বাড়ি গাজীপুর ও কুমিল্লায়।