হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার পানিতে

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার পানিতে পড়ে গেছে। ১৫ সেপ্টেম্বর, শনিবার ভোর ৬টার দিকে পুলিশ প্লাজাসংলগ্ন ব্রিজে ওঠার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম জানান, গাড়িটিতে চালক ছাড়া কেউ ছিলেন না। তিনি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর তার পরিবারের সদস্যরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি উদ্ধারে কাজ করছেন। তবে গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মোহাম্মদ সেলিম। পানিতে পড়ে যাওয়া গাড়িটির নম্বর ঢাকা মেট্রো চ-১৬-০০৫৬। গাড়িটির মালিকের নাম সাইফুল ইসলাম। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়িটি লেক থেকে উদ্ধার করেছে।