
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হাতিরঝিল একটি নিরিবিলি এলাকা। এখানে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসেন। এ কারণে এখানে নিরাপত্তা নিশ্চিত করতে একটি থানা করা হবে।
শুক্রবার রাজধানীর হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে গুণ্ডা-মাস্তান নেই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নজরদারিতে তারা আগের মতো অপরাধ করার সুযোগ পাচ্ছে না। মানুষের নিরাপত্তার জন্য হাতিরঝিলকে থানায় রুপান্তর করা হবে। থানার অনুমোদন হয়ে গেছে। সহসাই থানার কার্যক্রম শুরু হবে। থানার কারণে এলাকার নিরাপত্তা আরো নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, হাতিরঝিল প্রকল্পের উপ-পরিচালক মেজর জেনারেল মো. শাকিল উপস্থিত ছিলেন।