হাতিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে রোজিনা বেগম (২৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রোজিনা হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল আলীর মেয়ে। স্বামী মহিউদ্দিন (৩০) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের হোসেন আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে স্ত্রী রোজিনার সঙ্গে স্থানীয় চেয়ারম্যানের কর্মী বদ মেজাজি মহিউদ্দিনের কলহ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে নিহতের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করলে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।