
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকায় অভিযান চালিয়ে বাড়ি থেকে ৩ কেজি গাঁজাসহ নজিবুর রহমান (৪৮) ও মোজাম্মেল হক (৩০) কে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের পশ্চিম কাদমা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বাবর আলীর ছেলে নজিবুর রহমান ও তার ছেলে মোজাম্মেল হককে ৩ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। হাতীবান্ধা থানার এসআই আকরামুল হকের নেতৃত্বে ওই মাদক ব্যবসায়ী পিতা পুত্রকে গাঁজা সহ আটক করে থানায় আনা হয়েছে।হাতীবান্ধা থানার এসআই নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য নজিবুর রহমানের বড় ছেলে সাবেক ইউপি সদস্য মক্কা (৩৫) সম্প্রতি একাধিক মাদক মামলার আসামী ছিলেন বলে ঘনিষ্ট সূত্র জানায়।