হাতীবান্ধায় ট্রাক-ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ , আহত ৫

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরডিআরএস এলাকায় সোমবার(১৬জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ট্রাক-ইজি বাইক সংঘর্ষে নয়ন হোসেন(৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আরো ৫ জন ইজি বাইক যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত নয়ন হোসেন (৮) ওই উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুস ছালামের ছেলে ও সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা শাহ্ গরিবুল্লাহ (র.) দরবেশ’র উরস মাহফিল থেকে তবারক নিয়ে ইজি বাইকে বাড়ি ফিরছিলো নয়নসহ অন্যরা। এ সময় আরডিআরএস এলাকায় একটি ট্রাক (টলি)’র সঙ্গে ওই ইজি বাইকে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু ঘটে। আহত হয় ওই এলাকার ফরিদ হোসেনের ছেলে মিজানুর, মিন্টু মিয়ার ছেলে মোজাহিদ, সৈয়দ আলীর ছেলে মানিক ও সালমের ছেলে নাহিদ। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি রোজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।