আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের ভাসুরের বাড়িতে ৫ সন্তানের জননী আলেমা খাতুন (৩৮) নামে এক নারীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মৃত আলেমা গড্ডিমারী ইউনিয়নের পিত্তিফাটা গ্রামের মোঃ ফরিদুল ইসলাম মন্ডল (৪৮) এর স্ত্রী। তাদের ৫ জন ছেলে সন্তান।জানা গেছে, “গত( ২৯ নভেম্বর) মৃত আলেমা বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোজাখোজির পর কোথাও পাওয়া যায় নি তাকে।
নিখোঁজের ৩ দিনপর বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের বাড়ি ভাসুর মৃত মোঃ আবুল হোসেন মন্ডল এর বাড়ির এক ঘর থেকে ঝুলান্ত অবস্স্থায় খুঁজে বের করা হয় তাকে। ঘরের দন্নার সাথে জাল দিয়ে ফাঁস নিয়েছিলেন আলেমা।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানগেছে, মৃত আলেমা মানসিকভাবে অসুস্থ ছিল। তবে ৩ দিন নিখোঁজে পর ঘর থেকে লাশ উদ্ধার নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।হাতীবান্ধা থানার (এসআই) মোঃ আবুল কালাম এ ব্যাপারে জানান, প্রাথমিকভাবে কোনো কিছু পাওয়া যায় নি। থানায় একটি ইউডি মামলা করে লাশ ময়না তদান্ত্রের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে নিশ্চত করেন ।