আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র আওলাদের (২৩) এর অকাল মৃত্যু হয়েছে।বুধবার সকালে হাঠাৎ ব্রেন স্টোক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।সে উপজেলার সিংগীমারী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মো: ফয়জাল তেলির ছেলে। আওলাদ হোসেন (২৩) আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ডিগ্রী শেষ বর্ষের মেধাবী ছাত্র ছিলো।
তার পরিবারের কাছ থেকে জানা যায়,আওলাদের হাঠাৎ ব্রেন স্টোক হয় এবং তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আওলাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে দেখে এক নজর দেখে কেউ চোখে পানি ধরে রাখতে পারেনি। সবাই হতবাক হয়ে পরে। তার পরিবার সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন ।
বুধবার বিকেলে তার পারিবারিক কবরস্থানে দাপন সম্পুন হয়।