হাত কোমল রাখার উপায়

শরীরের যেসব অঙ্গের সবচেয়ে বেশি ব্যবহার হয়, তার মধ্যে একটি হলো হাত। যে কোন কাজই করতে যাই না কেন, হাতের ব্যবহার হবেই। প্রতিনিয়ত হাত দিয়ে কাজ করতে গিয়ে হাতের ত্বক অনেক রুক্ষ ও মলিন হয়ে পড়ে। তাই হাতের যত্ন নিতে চলুন জেনে নিই কিছু টিপস-

  • হাত নরম রাখতে ব্যবহার করুন ময়শ্চারাইজ। ধোয়া হয়ে গেলেই ক’ফোঁটা ময়শ্চারাইজার হাতে লাগিয়ে নিন।
  • রাতে নারিশিং ক্রিম ব্যবহার করার সময়ে হাতের তালু, তালুর পিছন দিক, আঙুল, কব্জি থেকে শুরু করে কনুই পর্যন্ত ভাল করে মাসাজ করতে হবে।
  • যতটা সম্ভব কম হাত ধোয়ার চেষ্টা করুন। বারবার হাত ধুলে হাত শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। তবে যে সমস্ত স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, তা এড়িয়ে চলুন। কারণ এতে হাত আরও বেশি শুষ্ক হয়ে যায়।
  • হাত ধোয়ার জন্য গ্লিসারিন এবং ক্রিম বেসড ওয়াশ ব্যবহার করতে পারেন। এতে রুক্ষতা কমবে।
  • রাতে ঘুমোতে যাওয়ার আগে কইয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে ভাল ভাবে মাসাজ করে নিন।
  • গোসলের আগে হাতে ভাল করে তেল মেখে নিন। যে বডি অয়েল আপনার ত্বকের সঙ্গে ভাল যায়, সেটিই ব্যবহার করতে পারেন।
  • এ ছাড়া তিলের তেল, আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েলও লাগাতে পারেন। তবে সেগুলি মাত্র কয়েক ফোঁটাই যথেষ্ট।
  • হাত অতিরিক্ত শুকিয়ে গেলে, হট অয়েল মাসাজ করুন।
  • দু’টেবিল চামচ বেসনের মধ্যে সামান্য দুধ অথবা টক দই এবং এক ফোঁটা হলুদ গুঁড়ো দিয়ে মিহি মিশ্রণ তৈরি করুন। স্নানের আগে দু’হাতে ভাল করে সেই মিশ্রণ মেখে নিন। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ পানিতে হাত ধুয়ে নিন।
  • অতিরিক্ত শুষ্ক হাত থেকে রেহাই পেতে দু’চামচ সানফ্লাওয়ার অয়েল, দু’চামচ পাতিলেবুর রস ও তিন চামচ চিনি মিশিয়ে মাসাজ করুন।
  • অবসরে অল্প গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে দু’হাতে ভাল করে মাসাজ করতে পারেন। হাত নরম হবে।