
নিউজ ডেস্কঃ সাভার পৌরসভা এলাকার মজিদপুর মহল্লায় পরিত্যক্ত একটি টিনশেড কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিমেন্ট আনার জন্য ওই পরিত্যক্ত কক্ষে ঢুকলে সিমেন্টের বস্তাচাপা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, পাঁচ/সাতদিন আগে ওই পরিত্যক্ত কক্ষে যুবককে হত্যার পর তাকে সিমেন্টের বস্তাচাপা দিয়ে রেখে গিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।