‘হাদিকে গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি অক্টোবরেও ছিল আওয়ামী লীগের মিছিলে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ অক্টোবরেও মিছিল করেছে আওয়ামী লীগ। ফয়সালকে ‘গুপ্ত শিবির’র বলে বিভিন্ন প্রচারণা চলানো হচ্ছে, যা ঠিক না বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

শনিবার (১৩ ডিসেম্বর) রিউমার স্ক্যানার তাদের পেজে এ বিষয়টি তুলে ধরেছে।

সেখানে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ অক্টোবরেও মিছিল করেছে আওয়ামী লীগ। অর্থাৎ, ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি মাসুদকে গুপ্ত শিবির দাবিতে প্রচারণাটি সম্পূর্ণ ভুয়া।

এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগরের বন্ধ কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পরপরই ডিএমপি পুলিশ হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একজন সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে পলাতক।

এরপরই সন্দেহভাজন মাসুদ নামে ওই ব্যক্তি গুপ্ত শিবির’র দাবি করে বিভিন্ন ছবি ও ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। রিউমার স্কানার দাবি করছে, হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম মাসুদ এক মাস আগেও ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন। তার প্রমাণ হিসেবে কয়েকটি ছবিও প্রকাশ করেছে তারা। গত ২৮ অক্টোবরের আরেকটি পোস্টের স্ক্রিনশট যা ইতোমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে বলেও দাবি করছে রিউমার স্কানার।