হাদির ওপর আক্রমণ নিয়ে মির্জা আব্বাসকে দায়ী করা ষড়যন্ত্র-পরিকল্পিত: রিজভী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা নিয়ে মির্জা আব্বাসকে দায়ী করা ষড়যন্ত্র এবং এটি সুপরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা নিয়ে মির্জা আব্বাসকে দায়ী করা ষড়যন্ত্র এবং এটি সুপরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় রিজভী বলেন, ‘হাদির ওপর আক্রমণকে কেন্দ্র করে মির্জা আব্বাসকে দায়ী করা ষড়যন্ত্র, এটি সুপরিকল্পিত ঘটনা।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে মানবতাবিরোধীরা নতুন করে দেশ বিরোধী ভয়ংকর ষড়যন্ত্র করছে, তাদের কোনো অনুশোচনা নেই।

রজভী বলেন, ‘হাদির ওপর আক্রমণকারীদের দেশবাসী ও প্রশাসন চিনে ফেলেছে, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।’