ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ সংলগ্ন মানিক এভিনিউতে মানুষ সমবেত হতে শুরু করেছেন। একের পর এক মিছিল স্লোগানসহ এভিনিউতে প্রবেশ করছে। সরেজমিনে দেখা যায়, অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।
শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক এভিনিউয়ের প্রবেশ পথগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বিপুল সংখ্যক টহল দিচ্ছে।
জানাজার নামাজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে মরদেহ কবি নজরুলের পাশে সমাহিত করা হবে বলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে।
শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার মারা যান।
গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছায় মরদেহ। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। আজ সকালেই মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।


