শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকায় জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার (২১ ডিসেম্বর) সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে ওসমান বিন হাদির জন্য আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে যোগ দেন হাদির মেঝ ভাই ওমর বিন হাদি। দেশবাসীকে ওসমান হাদির অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, হাদির ঘটনায়ও খুনিরা পার পেয়ে গেলে দেশে কারো নিরাপত্তা থাকবে না।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার এসময় বলেন, খুনিদের গ্রেপ্তারে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আজ ফজর নামাযের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সে সময় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোন সংশয় নেই।


