হাদি হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে নেত্রকোনায় দফায় দফায় বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপিসহ বিভিন্ন দলের লোকজন নিয়ে মিছিল শুরু করে প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে শেষ করে।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তব্য দেন।

নেত্রকোনা বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহের সঞ্চালনায় বক্তব্য দেন, নেত্রকোনা-২ আসনের এনসিপির প্রার্থী ফাহিম রহমান খান পাঠান, কেন্দ্রীয় খেলাফত আন্দোলনের নেতা মাওলানা আব্দুর রহীম, ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, এনসিপির জেলা আহ্বায়ক হাসনাত জনি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিব মিয়াসহ স্থানীয়রা।

এদিকে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে জুলাই আন্দোলনের নেতাকর্মীরা। পরে শুক্রবার বাদ জুমা শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়।