হাদি হত্যার বিচার দাবিতে জুমার পরে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

জুমার পর শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মিছিল শেষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে চারটা পর্যন্ত তাদেরকে রাজু ভাস্কর্যে দেখা গেছে।

বিক্ষোভ মিছিলে রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

এর আগে বৃহস্পতিবার হাদি হত্যার চার্জশিট প্রত্যাখ্যান করে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয় ইনকিলাব মঞ্চ।
‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তুমিও জানো, আমিও জানি, শাহবাগিরা হিন্দুস্তানি’, ‘হাদি ভাইয়ের বাংলায়, শাহবাগিদের ঠাই নাই’, ইত্যাদি স্লোগান দেন।

এসময় আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা শহীদ ওসমান হাদিকে খুন করেছে, রাষ্ট্রের প্রত্যেক প্রতিষ্ঠান তাদেরকে বাচানোর চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির খুনের পরিকল্পনা কারা করেছে, কারা সহায়তা করেছে, তাদের নাম বলতে হবে।