
নূর মোহাম্মদঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে লাল সবুজের পতাকা ছিনিয়ে আনে বাংলার মুক্তিকামী জনতা। এরই ধররাহিকতায় ৪ঠা ডিসেম্বর ১৯৭১ সালে লক্ষ্মীপুর হানাদার মুক্ত হয়।
এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনির বাঘবাড়ীস্থ ক্যাম্প দখল করে লাল সবুজের পতাকা টানিয়ে দেয় মুক্তি বাহিনী।
দিবসটি উপলক্ষে সকালে লক্ষ্মীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নেগার, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, রণাঙ্গনে অংশগ্রহণ করা বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্য, ও মুক্তি যুদ্ধা পরিবারের সদস্যরাও জেলার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, আবুল বাশার বশির মাষ্টার, শামসুল ইসলাম চৌধুরী, হুমায়ুন কবির তোফায়েল,সুজায়েত উল্যা, শরীফ হোসেন, তোফায়েল আহমেদ, আমীর হোসেন, নুরুজ্জামানসহ জেলার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ।
আলোচনা সভায় বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও গৌরবময় মুক্তিুদ্ধের পটভূমি তুলে ধরেন।