
জনপ্রিয় বলিউড র্যাপার ও গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ করেছেন স্ত্রী শালিনী তলওয়ার। বিস্ফোরক এ অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
বুধবার (৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, শালিনীর অভিযোগ করেছেন, হানি সিং তার ওপর যৌন অত্যাচারও চালাতেন। শুধু তাই নয়, শারীরিক নির্যাতনের পাশাপাশি চলতো মানসিক অত্যাচারও। এমনকী আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছেন হানিপত্নী। দিল্লির একটি আদালতে এ নিয়ে মামলা করেছেন শালিনী।
গতকাল মঙ্গলবার আদালতে তার মামলাটি গৃহীত হয়েছে।
মামলায় হানি সিংয়ের স্ত্রী শালিনী তলওয়ার যৌন হেনস্থা থেকে মানসিক নির্যাতন এবং আর্থিক ভাবে নিগ্রহের অভিযোগ করেছেন। একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কও রয়েছে হানি সিংয়ের। তেমনটাই দাবি করেছেন শালিনী।
হানি সিংয়ের স্ত্রীর হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব পাণ্ডে এবং জিজি কাশ্যপ। মামলাটি গৃহীত হওয়ার পর হানি সিংকে একটি নোটিশ পাঠানো হয়েছে আদালতের পক্ষে।
হানি সিংকে আগামী ২৮ আগস্টের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যে সব সম্পত্তি হানি সিং ও তার স্ত্রীর নামে রয়েছে, তা আপাতত বিক্রি করতে পারবেন না গায়ক, সেটাও সাফ জানিয়ে দিয়েছেন আদালত।
সূত্র: সংবাদ প্রতিদিন