পান্ত পথিকঃ হাবিবুর রহমান (হাবিব) এর পরিচয়ের যেন শেষ নেই। কখনো মন্ত্রীর আত্বীয়, কখনো এমপির আত্বীয়, কখনো ব্যার পুলিশের র্সোস পরিচয় দেয় আবার কখনো সাংবাদিকের নকল আইডি কার্ড বানিয়ে ঘুরে বেরাচ্ছে এই হাবিব। আবার কেউ কেউ বলে এই হাবিব আশুলিয়ার বাইপাইলে ব্যাগএর দোকান করে। একটি সূত্রে জানা যায় হাবিব এর পিতার নাম মৃত: আব্দুল আউয়াল মিয়া, মাতা: ফুলজান বেগম, গ্রাম: গাজীর চট, পোষ্ট: উত্তর গাজীর চট, থানা: সাভার, জেলা: ঢাকা। জন্ম তারিখ: ১০/০৫/১৯৭৮ ইং। ক্রাইম পেট্রোল বি ডির সংবাদ দাতাকে রুমেল হোসেন নামে এক ব্যাক্তি জানায় যে, গত ৬/৭ মাস আগে আমার খালা সুলতানা বেগমের সাথে হাবিবের পরিচয় হয় । আমার খালা সুলতানা বেগমের মধ্যস্থতায় আমি হাবিবকে চাকরির জন্য ১০ হাজার টাকা দেই। টাকা দেওয়ার পর থেকে হাবিবকে খুজে পাচ্ছিনা। আমার খালাকে জিজ্ঞাসা করি যে হাবিব কোথায় এবং আমার টাকা ফেরৎ এর ব্যবস্থা কর তখন আমার খালা জানায় যে হাবিবের সাথে আমার কোন যোগাযোগ নাই। আমি এখন কোথায় থেকে টাকা ফেরত দিব।


