
আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে সিরিয়ার উত্তরাঞ্চলে মসজিদে নামাজরতদের উপর প্রাণঘাতী ড্রোন হামলার সময় যথাযথ সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয় মার্কিনিরা।
তিনটি ভিন্ন ভিন্ন তদন্তের ফলাফলে এমনটি দাবি করা হয়েছে।
আমেরিকা দাবি করেছে, আলেপ্পোর ওই বিমান হামলার প্রধান লক্ষ্য ছিল আল-কায়েদা। কিন্তু গবেষক ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হামলার মূল শিকার হয় বেসামরিক মানুষ।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), লন্ডনভিত্তিক ফরেনসিক আর্কিটেকচার এবং মুক্ত তথ্যের তদন্তকারী সংস্থা বেলিংক্যাটের প্রতিবেদনে দাবি করা হয়, ১৬ মার্চ পশ্চিম আলেপ্পোর আল-জিনাহ মসজিদে আমেরিকার বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয় এবং আহত হয় আরও কয়েক ডজন।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড’ (সেন্টকম) দাবি করে, কঠোর নজরদারির পর সিরিয়ায় আল-কায়েদার ওই সমাবেশস্থলকে লক্ষ্যবস্তু করা হয় এবং এতে কয়েক ডজন আল-কায়েদা সদস্য নিহত হন।
কিন্তু তদন্ত প্রতিবেদন বলছে, স্থানীয়দের সাক্ষ্য ও সেই সঙ্গে ওই ভবনের ছবি ও ভিডিও অনুযায়ী, ওই মসজিদটি এলাকায় সুপরিচিত ছিল। প্রতি বৃহস্পতি সন্ধ্যায় সেখানে বক্তৃতা সভার আয়োজন করা হতো।
গত মাসে পার্শ্ববর্তী দেশ ইরাকে এক মার্কিন বিমান হামলায় ২০০ জনেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়।
মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা পর্যবেক্ষণ করছে, এমন একটি সংগঠন এয়ারওয়ার্স। তাদের দেওয়া তথ্যানুযায়ী, ইরাক ও সিরিয়ায় গত ৩২ মাস ধরে চলমান মার্কিন হামলায় মধ্যে মার্চ মাসে সবচেয়ে বেশিসংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।