
টলিউড অধিকাংশ তারকাই এখন ব্যস্ত সময় পার করছে রাজনীতির মাঠে। নির্বাচনের মাঠে নেমে বিভিন্ন বিব্রতক ও হামলার শিকারও হচ্ছেন অনেককে।
এবার জানা গেলো অভিনেত্রী পায়েল সরকারের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এই হামলা কারা করেছে তার এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
এই প্রসঙ্গে পায়েল জানান, ‘গাড়ির কাচ ভাঙার আওয়াজ পেয়ে আমি পেছনে তাকাই। বুঝতে পারছিলাম কেউ হামলা চালাচ্ছে। এমন ঘটনার মুখোমুখি আগে কখনও হইনি। বাইকে করে দুই দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে। কিন্তু কারা ছিলেন সেটি খেয়াল করিনি।’
হামলার ঘটনার মুখে পড়ছেন কেবল মাত্র বিজেপি প্রার্থীরা। তৃণমূলের কেউ এখন পর্যন্ত এখন পরিস্থিতিতে পরেননি।