আন্তর্জাতিক ডেস্ক : ফ্লোরিডার পূর্ব উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর দুর্বল হয়ে হারিকেন ম্যাথিউ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উত্তরে।
হারিকেন চলাকালে ভয়াবহ জলোচ্ছ্বাস ও প্রচণ্ড বাতাস বয়ে যায় জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলাইনার ওপর দিয়ে।
হারিকেনের কবলে পড়ে মারা যায় চার ব্যক্তি। ১০ লাখেরও বেশি মানুষ রয়েছেন বিদ্যুতবিহীন অবস্থায়।
হারিকেন ম্যাথিউ চলাকালে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল। শনিবার সকালে ম্যাথিউ দক্ষিণ ক্যারোলাইনার ওপর দিয়ে বয়ে যায়। ধারণা করা হচ্ছে উত্তর ক্যারোলাইনায় আঘাত হানবে রাত নাগাদ।
জাতীয় হারিকেন সেন্টার জানায়, জর্জিয়ার দক্ষিণ সাবানাহয় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ৬ থেকে ৯ ফুট। দক্ষিণ ক্যারোলাইনার এডিস্টো বিচেও জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল অনুরুপ।
সকালে শর্লটনে ঢেউয়ের উচ্চতা দাঁড়ায় সাড়ে ৯ ফুট।
সিএনএন জানায়, বৈদুতিক খুঁটি ও গাছ উপড়ে ফেলার মতো ছিল হারিকেনের তীব্রতা।
হারিকেনের ফলে ৮ থেকে ১০ ইঞ্চি বৃষ্টিপাত হয়। তাই বন্যার সম্ভাবনা কিছুটা বেড়ে যায়।
নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ৬০ এর কোঠায়, গাছ চাপা পড়ে তিনি মারা যান। সেন্ট লুসি কাউন্টির এক বৃদ্ধ ও এক মহিলা মারা যান, তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাকি এক নারী মারা যায় উত্তরপূর্ব ফ্লোরিডায়, গাছ চাপা পড়ে।
হারিকেন ম্যাথিউয়ে ১০ লাখেরও বেশি লোক বিদ্যুতবিহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সেগুলোকে নদীর মতো মনে হচ্ছে।