
যুক্তরাষ্ট্রের পর আইসিসির দ্বিতীয় কোনো সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। শারজায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শুরুতে লিড নিয়েও আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। দলগত বাজে পারফরম্যান্সের পাশাপাশি কন্ডিশনও কিছুটা দায়ী— এমনটাই মনে করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
লিটন বলেন, সিরিজের তিনটা ম্যাচেই শিশিরের নেতিবাচক প্রভাব ছিল। মাঠে শিশির থাকায় আমাদের বোলাররা বেশ ভোগান্তির শিকার হয়েছে। বল ভিজে যাওয়ায় পেস কিংবা স্পিনার কেউই স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেনি।
প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিককে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েও শেষ রক্ষা হয়নি সফরকারীদের। দুই উইকেটের জয়ে সিরিজে সমতা টানে স্বাগতিকরা। সিরিজ নির্ধারনী ম্যাচে কোন কিছুই ছিল না বাংলাদেশের অনুকূলে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ছিল ব্যর্থতার ছাপ।
অধিনায়ক বলেন, আদতে আমরা ভালো খেলতে পারিনি। যদি খেলতাম, তাহলে অবশ্যই ম্যাচ জিততাম। বোলিং ও ফিল্ডিংয়ের কিছু খামতির পাশাপাশি শেষ ম্যাচে ব্যাটিং একেবারেই খাপছাড়া ছিল।
বাংলাদেশের পরের গন্তব্য পাকিস্তান। অনেক আলোচনার পর ঠিক হয়েছে সিরিজটির ভাগ্য। তবে মেন ইন গ্রিনদের বিপক্ষে বাংলাদেশের ভাগ্য ঘুরবে কি না সেটি মাঠেই দেখা যাবে। লাহোরের পরিকল্পনা নিয়ে লিটন বলেন, আগের সিরিজে যে ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে ভালো কিছু করার চেষ্টা থাকবে।
প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। গত বছর যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল লিটনের দল। অপরদিকে, টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।