ক্রীড়া প্রতিবেদক : ২০১৫ বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।
ওই ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছিলেন জস বাটলার। আর সেই বাটলার এবার বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলের অধিনায়ক।
বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধের বিষয়টি নিয়ে ভাবছেন কি না, জানতে চাইলে বাটলার বলেন, ‘আসলে তেমন কিছু ভাবছি না। আর আমাদের বর্তমান স্কোয়াডের খুব বেশি ছেলে কিন্তু অস্ট্রেলিয়ায় ছিল না।’
তিনি আরো বলেন, ‘যাই হোক, প্রতিশোধের কোনো বিষয় এখানে অনুপ্রেরণা হিসেবে নেই। আমরা আসলে পুরোপুরি সিরিজের দিকে মনোযোগী। এটা সবার জন্যই একটা চ্যালেঞ্জ। আর সেটার দিকেই প্রত্যেকে তাকিয়ে আছে।’
বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেডে সেদিন ৫২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৫ রান করেছিলেন জস বাটলার। এবারও তার সেই সাফল্যের পুনরাবৃত্তি দেখা যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তেমন কিছু করতে পারলে অধিনায়ক হিসেবে আমার জন্য এটা খুব বড় সম্মানের হবে। আমি এউইন মরগানের দায়িত্বটা পালন করব এবং সে কারণে এই সিরিজের সব স্বত্বাধিকারী হতে চাই। পাশাপাশি সেই অধিনায়ক হতে চাই, যে কিনা বাংলাদেশে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছে।’