
খেলা ডেস্ক : ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে ছিলেন না মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দুই ম্যাচ পর ক্রিস গেইলের পরিবর্তে আইপিএলের অষ্টম ম্যাচে মাঠে ঝড় তুলেন ডি ভিলিয়ার্স। কিন্তু তার উড়ো ঝড়ের পরও হার এড়াতে পারেনি তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গ্লেন ম্যাক্সওয়েলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
এই জয়ের ফলে আইপিএলের দশম আসরে টানা দুই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রিতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। বিপরীতে তিন ম্যাচের দুই হার আর এক জয়ে পয়েন্ট তালিকার ৬ষ্ঠ স্থানে নেমে গেছে কোহলি-ওয়াটসন-ডিভিলিয়ার্স-গেইলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
সোমবার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়ক শেন ওয়াটসন। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২ রানেই শেন ওয়াটসন (১) ফিরে যাওয়ার পর মাঠে নামেন ডি ভিলিয়ার্স। মাঠে নেমে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ডি ভিলিয়ার্স। অপরপ্রান্তে বিষ্ণু বিনোদ (৭), কেদার যাদব (১) ও মানদ্বীপ সিং (২৮) রানে ফিরে যান দলীয় ৬৮ রানের মধ্যেই। এরপর স্টুয়ার্ট বিন্নিকে (১৮ রানে অপরাজিত) সাথে নিয়ে বাকি ১৯ ওভার কাটিয়ে দেন ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’।
মারকুটে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে আউট না করার খেসারত ভালোভাবেই দেন পাঞ্জাবের বোলারেরা। ডি ভিলিয়ার্স মাত্র ৪৬ বল মোকাবেলায় ১৯৩.৪৭ স্ট্রাইক রেটে করে খেলেন অপরাজিত ৮৯ রানের ঝড়ো ইনিংস। যার মধ্যে ৯টি বিশাল ছক্কা সাথে ছিল ৩টি চারের মার। ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের পরিবর্তে সুযোগ পেয়ে কাজের কাজটি করেছেন দক্ষিণ আফ্রিকান এই মারকুটে ব্যাটসম্যান।
তার অপরাজিত ৮৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাবের হয়ে বল হাতে ২টি উইকেট নেন বরুন অরুণ। আর একটি করে উইকেট পান সন্দ্বীপ শার্মা ও অ্যাক্সার প্যাটেল।
জয়ের জন্য ১৪৯ রানের কাঙ্খিত লক্ষ তাড়া করতে বেগ পেতে হয়নি কিংস ইলেভেন পাঞ্জাবকে। ওপেনিং জুটিতেই পাওয়ার প্লের ৬ ওভারে হাশিম আমলা ও মানন ভোরা তুলেন ৬২ রান। মানন ভোরা ২১ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ব্যক্তিগত ৩৪ রানে টাইমাল মিলসের শিকার হন। এরপর ক্ষাণিকের জন্য অ্যাক্সার প্যাটেল (৯) যোগদান দিলেও দলীয় ৭৮ রানে ফিরে দ্বিতীয় উইকেট জুটি ভাঙ্গে হাশিম আমলার। প্যাটেলের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক ম্যাক্সওয়েল সাথে অনবদ্য ৭২ রানের জুটি গড়ে দলকে জয়ের নোঙর তুলতে সাহায্য করেন হাশিম আমলা। ইনিংসের ৩৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই ১৫০ রান তুলে জয় নিশ্চিত করে পাঞ্জাব।
এর মাঝেই অর্ধশতক পূর্ণ করে ৫৮ রানে অপরাজিত থাকেন হাশিম আমলা। তার ৩৮ বলের ইনিংসে ৪টি চারের সাথে ছিল ৩টি ছক্কার মার। অপরদিকে অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ৪৩ রানে। ম্যাক্সওয়েল তার ২২ বলের ইনিংসে ৪টি ছক্কার সাথে ৩টি চারের মার যোগ করেন।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে যুজবেন্দ্র চাহাল ও টাইমাল মিলস ১টি করে উইকেট লাভ করেন।
বল হাতে ৪ ওভারে ১২ রান খরচায় ১ উইকেট এবং ব্যাট হাতে ৯ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন পাঞ্জাবের অ্যাক্সার প্যাটেল।