হালিশহরে হেপাটাইটিস বি’র ভ্যাকসিন নিয়ে প্রতারণার; আটক তিন

আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার হালিশহর এলাকায় একটি স্কুলে হেপাটাইটিস বি’র ভ্যাকসিন নিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে বন্দর থানার পুলিশের একটি দল এদের আটক করে। আটককৃতরা হলেন মোহাইমেনুল ইসলাম টিটু, কুতুব উদ্দিন ও মাকসুদুর রহমান। এরা ‘মা ও শিশু উন্নয়ন সংস্থা’ নামে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা বলে পুলিশ জানিয়েছে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাজেদ কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এদের আটক করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

তবে আটককৃতরা দাবি করেছেন তারা মা ও শিশু উন্নয়ন সংস্থার নামে নিবন্ধিত বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা। তারা বৈধভাবে এসব ভ্যাকসিন বিক্রি করছিল বলে পুলিশের কাছে দাবি করেছে।