
মহামারি সামলাতে হিমশিম খাওয়া ভারতের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট প্রকট হয়ে উঠেছে। এরই মধ্যে দিল্লির বাটরা হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় এক চিকিৎসকসহ অন্তত আট জনের মৃত্যু হয়েছে। কিছু দিন আগেও এমন ঘটনা ঘটেছে ভারতে।
মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। আর দুজন ওয়ার্ডের।
আর ওই চিকিৎসকের নাম ডা. আরকে হিমথানি। তিনি গ্যাসট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান ছিলেন।
দিল্লি হাইকোর্টকে হাসপাতালের কর্মকর্তারা বলেন, অন্তত ৮০ মিনিট ধরে ২৩০ রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি।
হাসপাতালটি জানায়, শুক্রবার দিনগত রাত পৌনে ১২টায় অক্সিজেন শেষ হয়ে গেছে। আর নতুন সরবরাহ এসেছে রাত দেড়টায়। অর্থাৎ একঘণ্টা ২০ মিনিট অক্সিজেনবিহীন থাকতে হয়েছে।
আদালত জানায়, কোনো মানুষের মৃত্যু হোক, তা আমরা চাই না। জবাবে হাসপাতালটি বলছে, মৃতদের মধ্যে আমাদের একজন চিকিৎসকও আছেন।
বরাদ্দের অক্সিজেন না পেয়ে সন্ধ্যায় ৭টায় সরকারি নিয়োগ দেওয়া কর্মকর্তাদের জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও যথাসময়ে অক্সিজেন পায়নি তারা।