হাসপাতালে অভিনেতা নাসিরুদ্দিন শাহ

গুরুতর অসুস্থ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

অভিনেতা নাসিরুদ্দিন শাহ’র ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্ত্রী রত্না পাঠক।

চিকিৎসকরা জানিয়েছেন নিউমোনিয়া হয়েছে বলিউড অভিনেতার। তবে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।

দু-দিন আগেই নাসিরুদ্দিন শাহকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কোভিড আক্রান্ত কিনা অভিনেতা তা এখনও জানা যায়নি। ৭০ বছর বয়স হয়েছে বলিউড অভিনেতার।

নাসিরুদ্দিন শাহের সেক্রেটারি জানিয়েছেন গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার ফুসফুসে একটি স্পট ধরা পড়েছে। তাতেই বোঝা গিয়েছে যে ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। এখন অনেকটাই স্থিতিশীল তার অবস্থা। সব কিছু ঠিক থাকলে আগামী দুই একদিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস।