হাসপাতালে অভিনেতা বাবর

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা বাবরের ফুসফুসে ক্ষত ধরা পড়েছে। তিনি এখন রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার ফুসফুসে ক্ষত চিহ্ন পান চিকিৎসক। তিনি এখন ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন। এছাড়া তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে বলে জানা যায়।

অভিনেতা বাবর ‘বাংলার মুখ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়। আমজাদ হোসেন পরিচালিত এ সিনেমায় নায়ক হিসেবে তিনি অভিনয় করেন। এরপর তিনি খল চরিত্রে অভিনয় করেন। এরই মধ্যে তিন শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে কিছুটা দূরে রয়েছেন এই অভিনেতা।