
কিংবদন্তি অভিনেত্রী সুজাতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সুজাতা থাকেন রাজধানীর রামপুরাতে। সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাক করলে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আজ (২৫ নভেম্বর) তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুজাতা ম্যাডামকে এখন পর্যবেক্ষনে রাখা হয়েছে। দুদিন পর্যবেক্ষনে থাকবেন।
বর্তমানে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। পর্যবেক্ষণ করে চিকিৎসকরা শিগগিরই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেবেন।
জায়েদ খান বলেন, ‘দুপুরের পর উনার হৃদযন্ত্রে রিং পরানো হতে পারে। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আশাকরি, দুপুরের মধ্যেই শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা সেখানে যাব।’
কর্মজীবনের শুরুতে সুজাতা মঞ্চ নাটকে অভিনয় করতেন। পরবর্তী সময়ে ওবায়দুল হকের ‘দুই দিগন্ত’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিনয় শুরু করেন। তবে ‘রূপবান’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেন। কাজ করেছেন প্রায় অর্ধশত ছবিতে। অবিনয় করেছেন টিভি নাটকে।