হাসপাতালে আগুন লেগে ১৮ জন করোনা রোগীর মৃত্যু

ভারতে আবারও বিপর্যয়। ভারতের গুজরাটের বারুচের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১৮ জন করোনা রোগীর মারা গেছেন। শুক্রবার হাসপাতালে আগুন লাগার এই ঘটনা ঘটে।

প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের চার তলা ভবনটিতে যখন আগুন লাগে, সেখানে অন্তত ৫০ জন রোগী ছিল। স্থানীয় মানুষজন এবং দমকল কর্মীদের সহায়তায় অন্য রোগীদের বের করে নেয়া সম্ভব হয়।