বিনোদন ডেস্কঃ অভিনেতা, মডেল ও ইউটিউবার সালমান মুক্তাদির, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় শেয়ার করেন তিনি। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতালে ভর্তির বিষয়টি নিজেই জানিয়েছেন সালমান। সোমবার (১ জুলাই) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে অসুস্থতা নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। এ সময় একটি ছবিও পোস্ট করেন সালমান।
ছবিতে দেখা যায়, সালমানের হাতে ক্যানোলা লাগানো হয়েছে। সঙ্গে নাক, মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার। তবে কোনো কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন নাকি মেডিকেল চেকআপ ছিল, তা স্পষ্ট করেননি তিনি।
জানা যায়, সালমান মুক্তাদিরের রাতে ঘুম হয় না। শারীরিক জটিলতা, দুশ্চিন্তা ও নানান সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। সালমানের এ পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অনেকে বলছেন, ঘুম না হওয়ায় হাসপাতালে স্লিপ টেস্ট দিচ্ছেন তিনি। আবার অনেকে বলছেন, তিনি অসুস্থ নন। বরং হাসপাতালের প্রমোশন করছেন।
প্রসঙ্গত, গত বছর ৩০ এপ্রিল ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। ক্যামেরার সামনে বিয়ের পর তাদের সুখী দম্পতি হিসেবেই দেখা গেছে। সালমানের অসুস্থতা নিয়ে এখনও কিছু বলছেন না তার স্ত্রী দিশা।