
আশঙ্কাজনক হারে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। ভারতে মৃত্যুর সংখ্যাই বলে দিচ্ছে করোনা দাপট।
এবার করোনা নিয়ে আবারও নতুন বিপর্যয় ভারতে। করোনা আক্রান্ত কয়েক হাজার রোগী হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে।
জানা গিয়েছে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে নিখোঁজ ৩০০০ করোনা রোগী। তাদের মোবাইলও সুইচড অফ। কোনওভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই তিন হাজার করোনা রোগী যেখানেই যাবে সেখানে ব্যাপক হারে সংক্রমণ ছড়াবে। এমনকী অবিলম্বে ধরতে না পারলে এই রাজ্যেও মহারাষ্ট্রের মত মৃত্যু সংখ্যা বাড়বে বলে আশঙ্কা স্বাস্থ্য–কর্তাদের।
বৃস্পতিবার এই চাঞ্চল্যকর খবরটি দিয়েছেন কর্ণাটকের মন্ত্রী আর অশোকা। ইতিমধ্যেই হন্যে হয়ে তাদের খোঁজা শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, বুধবার কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হন ৩৯,০৪৭ জন। মৃত্যু হয়েছে ২২৯ জনের।