হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার যে বার্তা দিলো পাকিস্তান

পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণ নিজেদের সমস্যা সমাধানে সম্পূর্ণ সক্ষম।

গত সোমবার দীর্ঘ কয়েক মাসের বিচার শেষে আদালত শেখ হাসিনাকে গত বছরের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করে।

শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় সমাধান করতে সক্ষম।’

১৫ মাস আগে, ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়।

রায়ের পর বাংলাদেশ সরকার জানায়, শেখ হাসিনাকে ফেরত না পাঠানো ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির পরিপন্থী হবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বর্তমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা।’

তবে ভারতের কাছে এর আগের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভারত জানায়, তারা বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।

সূত্র: ডন