ক্রীড়া ডেস্ক : ইতালিয়ান সিরি`আ শিরোপাটার যেন অঘোষিত মালিকই জুভেন্টাস। নিজেদের সেরাটা জানান দিয়ে সর্বশেষ পাঁচটি মৌসুমের ট্রফি শোকেসে তুলেছে জুভিরা। চলতি মৌসুমেও সেই লক্ষ্যে এগোচ্ছে দলটি। তবে রোববার রাতে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
ইন্টার মিলানের মাঠে গতকাল রাতে হাই-ভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। বিশ্রাম শেষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে শুরুতে এগিয়েছিল জুভিরাই। দারুণ আক্রমনে এক প্রকার জয়ের আভাসই দিয়েছিল সামি খেদিরা, দিবালা ও বুফনরা। ম্যাচের ৬৬ মিনিটে লিচটেইনারের গোলে এগিয়ে যায় সফরকারী দলটি।
তবে ঘরের মাঠে গোলের শোধ দিতে মাত্র দুই মিনিট সময় নেয় ইন্টার মিলান। ম্যাচের ৬৮ মিনিটে ইন্টারের হয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। তাকে গোল করতে সহায়তা করেন স্বদেশী তারকা এভার বানেগা।
১-১ ব্যবধানে সমতায় ফেরার পর কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় ইন্টার মিলান। এ সময় দারুণ আক্রমনে এগিয়ে থাকায় নিজেদের ব্যবধান বাড়ানোর সুযোগ পায় দলটি। ম্যাচের ৭৮ মিনিটে ইন্টারের হয়ে গোল করেন ইভান পারসিক। ইকার্দির সহায়তায় এ গোলের মাধ্যমে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টারমিলান।
ম্যাচের ৯০ মিনিটে এভার বানেগা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিনত হয় ইন্টার। তবে ঘরের মাঠে শেষপর্যন্ত লিড ধরে রাখতে সমস্যা হয়নি তাদের। দশজনের দল নিয়েই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে তারা।
এ জয়ের ফলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ইন্টার মিলান। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জুভেন্টাস। চার ম্যাচ শেষে শীর্ষে থাকা নাপোলির স্কোরবোর্ডে জমা রয়েছে ১০ পয়েন্ট।