সিলেট : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
রেদোয়ান হোসাইন (২৭) নামক ওই যুবককে বুধবার বেলা ২টার দিকে আটক করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, রেদোয়ান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।