হিন্দি গানের মডেল হলেন দীঘি

শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া আলোচিত অভিনেত্রী দীঘি মিউজিক ভিডিওর মডেলিং করবেন। তবে কোনো বাংলা গানের নয়, তিনি মডেল হয়েছেন একটি হিন্দি গানের ভিডিওতে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম। ‘হোটো পে নাম তেরা’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। আর মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। যেখানে দীঘির সঙ্গে মডেল হয়েছেন ফারহান খান রিও। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

এবিষয়ে গণমাধ্যমকে দীঘি বলেন, ‘আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। তা ছাড়া এত বড় প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হবে, এটাও আনন্দের ব্যাপার।’