জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের কল্যাণে সব কিছুই করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সব অবদানই তার।’
শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামপুর শ্রৗ শ্রৗ রামকৃঞ্চ গোস্বামী গিরিধারী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
আবু হোসেন বাবলা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি দিয়েছিলেন। হিন্দু সম্প্রদায়ের কল্যাণে ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’ গঠন করেছিলেন। মন্দিরের বিদ্যুতের বিল মওকুফ করে দিয়েছিলেন।
মন্দির কমিটির সভাপতি গোপাল দাশের সভাপতিত্বে মহোৎসবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সুজন দে, সুনীল দাশ, ডি এ কে সমির, ইন্দ্রজিত দাশ, হানিফ সর্দার প্রমুখ।