হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা ১ ফেব্রুয়ারি বুধবার

গোপালগঞ্জ প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা ১ ফেব্রুয়ারি বুধবার। গোপালগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লা, বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার প্রস্তুতি চলছে । এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট।

পঞ্জিকা মতে, প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাই বাড়ি আর মন্দিরে প্রতিমা স্থাপনে ধুম পড়ে প্রতিমা কেনার।

এবারও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘর পয়সারহাট ভাঙ্গারহাট, সদর উপজেলার সাতপাড় পাটকেলবাড়ী রামদিয়া, কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সিংগা, মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাটিকামারী এবং টুঙ্গিপাড়ার পাটগাতীসহ অন্ততঃ ২০টি স্থানে প্রতিমার হাট বসেছে।

আর এসব হাট থেকেই প্রতিমাসহ আনুষঙ্গিক জিনিসপত্র কিনে নিয়ে যানবাহন ও নৌকায় করে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।