হিন্দু হয়ে চুল-দাড়ি স্টাইল করে রাখায় ন্যাড়া করে দিল এলাকাবাসী

জেলা প্রতিবেদক, সুনামহঞ্জঃ স্টাইল করে চুল কাটা ও হিন্দু হয়ে দাঁড়ি রাখায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জে পাঁচ তরুণকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনা দেখে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করেন লিপন দাস নামে এক যুবক। জরুরি সেবায় অভিযোগের পর পুলিশ তিনজনকে আটক করেছে। শনিবার পুলিশ এই ঘটনায় মামলায় আটক দেখিয়ে ৩ আসামি কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার দুই নম্বর পাটলী ইউনিয়নের সমসপুর গ্রামের পরিমল শব্দ করের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার ভাতিজা ভূবেশ কর, সুবেন্দু কর, সুবাস কর, নয়ন কর, হৃদয় কর ও প্রতিবেশী তরুণ আনসার সদস্য লিপন দাস রসুলগঞ্জ বাজারের একটি সেলুনে শুক্রবার সন্ধ্যায় চুল ও দাড়ি কাটছিলেন।

এ সময় সেলুনে আসা মইজপুর গ্রামের সিরাজ মিয়া, লোহারগাঁও গ্রামের ফুল মিয়া, পাটলী চক গ্রামের আনর মিয়া, আব্দুল্লাহপুর গ্রামের শাহীন মিয়া, পাটলী চক গ্রামের আতাউর রহমান তাদের স্টাইল করে চুল কাটা এবং হিন্দু হয়েও দাড়ি রাখা নিয়ে কটূক্তি করেন। সেলুন থেকে বের হয়ে হিন্দু হয়ে দাঁড়ি রেখেছিস কেন বলে মারধর শুরু করে। পরে পাঁচজনের মাথা ন্যাড়া করে দাড়ি কেটে দেয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে নির্যাতিত আনসার সদস্য লিপন দাস ৯৯৯ নম্বরে অভিযোগ করেন। জগন্নাথপুর থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে সিরাজ মিয়া, আনর মিয়া ও শ্যামল মিয়াকে আটক করে।

নির্যাতিত তরুণ ভূবেশ শব্দ কর বলেন, বিয়েতে যাব বলে সুন্দর করে চুল কেটেছি। সেটাই আমাদের জন্য কাল হলো। হিন্দু হয়ে কেন দাঁড়ি রাখব এটাই তাদের প্রশ্ন। পরে মারধর করে চুল কেটে দিয়েছে। নিজেকে খুব ছোট মনে হচ্ছে।

আনসার সদস্য লিপন দাস বলেন, ‘আমার পরিচয় দেওয়ার পরও রাস্তা আটকিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে। হিন্দু হয়ে দাড়ি রাখা যাবে না, স্টাইল করে চুল রাখা যাবে না বলেছে। এক পর্যায়ে মারধর শুরু করে। শেষে চুল ন্যাড়া করে দিয়েছে। ঘটনাস্থল থেকে গিয়ে আমি ৯৯৯ নম্বরে ফোন করি। রাতে পুলিশ তিনজনকে আটক করে।

জগন্নাথপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব রহমান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে সবাই আবদ্ধ। সবাই মিলেমিশে বসবাস করছি। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তিনজনকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।