বিনোদন ডেস্ক : আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। আর তারপরই এ নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে বিদ্রূপ, রসিকতা।
সম্প্রতি সালমান খান তার টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় তার সমর্থনের কথা জানান। এ সময় তিনি টুইটে লিখেন, ‘আশা করি আপনি (হিলারি) জয়ী হবেন। ঈশ্বর আপনাকে সংবিধান ও মানবিক মূল্যবোধ অনুসরণ করার ক্ষমতা দিন।’
সালমান খানের এই টুইট বার্তা হিলারি পর্যন্ত পৌঁছাবে কিনা সে প্রশ্ন দূরে থাকলেও এ বিষয়টি নিয়ে নানারকম উপহাস, ঠাট্টা চলছে নেট দুনিয়ায়। এ নিয়ে নানাজন নানা কথাই লিখেছেন। সাগর নামের একজন লিখেছেন, ‘হিলারি ক্লিনটন কী সালমানকে জিজ্ঞেস করেছেন তিনি তাকে সমর্থন করেন কিনা? খুবই মজার বিষয়। হিলারির ই-মেইল নেই, সালমানের ফিমেল নেই!’
আরেকজন লিখেছেন, ‘হিলারি এবার নিশ্চয়ই বিয়িং হিউম্যান লেখা টি-শার্ট পরবেন।’
বলিউড সম্পর্কে হিলারি কতটা জানেন তা নিয়ে সন্দেহ আছে। সম্প্রতি তার এক ই-মেইল থেকে জানা গিয়েছে, অমিতাভ বচ্চনকে চিনেন না। তবে তার সম্পর্কে জানার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।