হিলিতে নিখোঁজের ৯ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বুনাপাড়া মাঠে একটি গভীর খাল থেকে আব্দুর রহিম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
গতকাল সোমবার উপজেলার আলীহাট ইউনিয়নের খাট্টাউছনা বুনাপাড়া এলাকাবাসী কৃষি কাজের জন্য মাঠে গেলে সকাল ১০ টার সময় মাঠের পার্শ্বে একটি খালে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে হাকিমপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিক জানা না গেলেও দীর্ঘ সময় পরে তার পরিচয় পাওয়া যায়। মৃত আব্দুর রহিম জেলার নবাবগঞ্জ উপজেলার বয়রা গ্রামের রমজান আলীর ছেলে।
এ বিষয়ে হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দর সবুর জানান, সোমবার সকাল ১০ টায় বুনাপাড়ার একটি খালে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে শরীরে আঘাতের কোন চিহৃ আছে কিনা তা জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।