মো: সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে প্রায় ৫’শ কেজি বিস্ফোরক দ্রব্যসহ ২৭০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের (সালফার) মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
বিজিবি-৩ বাসুদেবপুর ক্যাম্প সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ৪ আগষ্ট রবিবার ভোরে হিলির চেংগ্রামে অভিযান চালায়। এ সময় চোরাচালানকারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০টি প্লাষ্টিকের বস্তাভরা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে বিজিবি।
ক্যাম্পে এনে বস্তাগুলো খুলে বিস্ফোরক তৈরির উপাদান সালফার পাউডার পাওয়া যায়। ১০টি বস্তায় ৪৯৮কেজি সালফার পাউডার পাওয়া যায়। বিজিবি’র ধারনা মতে, দেশে নাশকতার কাজে ব্যাবহারের জন্য বোমা, ককটেল তৈরিসহ সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য একটি সংঘবদ্ধ দল ভারত থেকে এসব দ্রব্য এনেছিল।
এদিকে পৃথকভাবে আরো একটি অভিযান চালিয়ে সীমান্তের নওপাড়া মাঠ থেকে ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।