
বিনোদন প্রতিবেদক : হুইলচেয়ারে এসে ভোট দিলেন জনপ্রিয় খল অভিনেতা ডন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে বিএফডিসি-তে হুইলচেয়ারে এসে ভোট দিয়ে যেতে দেখা যায় এই অভিনেতাকে।
শুক্রবার সকাল ৯টা থেকে বিএফডিসি-তে শুরু হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে অংশ নিয়েছে তিনটি প্যানেল। তার মধ্যে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের একজন প্রার্থী ডন। শারীরিক অসুস্থতার জন্য হুইলচেয়ারে এসে ভোট দিতে হয় তাকে।
হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। এরপর তার একটি অস্ত্রপচারও করা হয়। গত ১৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি।