
আন্তর্জাতিক ডেস্কঃ বিধানসভা নির্বাচনে প্রচারণায় হামলার শিকার হোন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলার আহত হয়ে হাসপাতালে ছিলেন তৃণমূল কংগ্রেসের এই সভাপতি। নির্বাচনকে সামনে রেখে প্রচারণা যেন থেকে না থাকে তাই আহত অবস্থায় হুইলচেয়ারে বসে মাঠে নেমেছেন মমতা। রবিবার (১৪মার্চ) তিনি হুইলচেয়ারে করে ফিরেন রাজনৈতির মাঠে। আজ বিকেলে হুইলচেয়ারে বসে কলকাতায় একটি সমাবেশে যোগ নেতৃত্ব দেবেন ৬৬ বছর বয়সী তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী।
তৃণমূলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার বিকেলে কলকাতার গান্ধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সমবেত জনতার উদ্দেশে ভাষণও দেবেন তিনি।
এর আগে এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী মমতা। গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে কেন্দ্র সফরের সময় অজ্ঞাত চার-পাঁচ ব্যক্তির ধাক্কায় বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। আঘাত লাগে শরীরের আরও কয়েকটি জায়গায়। দ্রুত সেখান থেকে তাকে নেওয়া হয় কলকাতায়।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেছিলেন। সেই প্লাস্টার খুলে শুক্রবার ফের পরীক্ষার পরে আরও একটি প্লাস্টার করা হয়। দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’।
চিকিৎসকরা আরও ৪৮ ঘণ্টা তাকে হাসপাতালে রাখতে চেয়েছিলেন। অন্তত ৭ দিন বিশ্রামের পরামর্শ দিলেও মমতা কিছুটা জোর করেই বাড়ি ফিরে যান। তাকে ৭ দিনের মাথায় ফের পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুক্রবার বাড়ি ফিরে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘আঘাত, যন্ত্রণা সবকিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছানো আমার কাছে বেশি জরুরি।’
পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে মমতাকে। বন্দোবস্ত করা হয়েছে দুটি হুইল চেয়ারের। একটি তার গাড়ির সিট খুলে সেখানে বসানো হবে। ওই হুইলচেয়ারেই তিনি ঢালু পথ বেয়ে উঠবেন হেলিকপ্টার বা বিমানে। মঞ্চে ওঠার জন্য একই ভাবে থাকবে ঢালু পথ। হুইলচেয়ারে বসেই বক্তৃতা করবেন।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অবশ্য দাবি করেছে যে, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে আগে থেকেই মানুষের সহানুভূতি পেতেই হামলায় আহত হওয়ার নাটক করছেন মমতা।
মমতা বন্দোপাধ্যায় সাধারণত মঞ্চে এক জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করতে অভ্যস্ত নন। বরং হাতে মাইক নিয়ে মঞ্চের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হেঁটে বক্তৃতা করতে দেখা যায়। তবে এখন হুইল চেয়ার ছাড়া উপায় নেই।
শুক্রবার এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মমতা সাংবাদিকদের বলেন, নিজের সুবিধা-অসুবিধার কথা ভাবার সময় এখন নয়। আমি বিশ্বাস করি, যাদের সামনে যাবো, সেই জনতার সহযোগিতা পাব। এটাই সবচেয়ে বড় পাওয়া।
সেই জনতার ভরসায়-ই রোববার হুইলচেয়ারে করে রাজপথে নামছেন মমতা। হুইলচেয়ারে হলে কী হবে! দলীয় কর্মীদের সহায়তায় তিনি হয়তো সুস্থ অবস্থার চাইতেও আরও জোরে ছুটবেন। সময়ই বলে দেবে উত্তরটা।
সূত্র: এনডিটিভি