
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরায় সেখানে প্লাস্টার করা হয়েছে। রক্তচাপ স্বাভাবিক। তার চিকিৎসায় ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে হাসপাতালের বেডে শুয়েই ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আমি সব ম্যানেজ করে নেবো। দু তিনের মধ্যেই আমি আবার নির্বাচনী মাঠে ফিরে আসবো।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে এই ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়।
ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বুধবার আমি অনেক জোরে চোট পেয়েছি। পা ও মাথায় ব্যথা পেয়েছি অনেক। আমি এখন চিকিৎসাধীন অবস্থায় আছি। সকলের কাছে অনুরোধ, আপনারা শান্ত থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের অসুবিধা হয়। দুই/তিন দিনের মধ্যেই আমি আবার নির্বাচনী মাঠে ফিরে আসবো। পায়ে সমস্যা থাকলেও হুইল চেয়ারে করেই আমি মিটিং মিছিলে অংশ নেব। কোনো কিছুই বন্ধ থাকবে না।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে রাজ্যটির জেলায় জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে বহু জায়গায় তৃণমূল সমর্থকরা ভাঙচুর করে পথ অবরোধও করেছে। এমনকী রাতে রাজ্যপাল জগদীপ ধনখর যখন হাসপাতালে মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন, তার গাড়িতেও জুতো ছুঁড়েও মারা হয় বলে অভিযোগ উঠছে।
বৃহস্পতিবার তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশের কথা রয়েছে। যদিও আজ সেটা হবে নাকি হবে না সেটা এখনো জানানো হয়নি।
মমতার পায়ে চোট নিয়ে নির্বাচন কমিশন রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। একই সঙ্গে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরও পুরো ঘটনার বিবরণ চেয়ে পাঠিয়েছে। মমতার পায়ে চোট ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।