হুমকিতে ম্যানগ্রোভ জীববৈচিত্র, টাওয়ারের তোরজোর টেলিটকের

বাধ্যবাধকতা না মেনে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় আটটি নতুন মোবাইল টাওয়ার বানাচ্ছে সরকারি মোবাইল কোম্পানি টেলিটক। আগামী দুই মাসের তারা একাজ শেষ করতে চায়। পরিবেশবিদরা বলছেন, বনের সংরক্ষিত এলাকায় টাওয়ার বানালে হুমকিতে পড়বে সুন্দরবনের জীববৈচিত্র্য।

বিজ্ঞাপনচিত্রটিই বলে দিচ্ছে বিশ্বঐতিহ্যের সুন্দরবনেও আছে টেলিটকের টাওয়ার।

টেলিটক সুন্দরবনের কটকা, মোংলাসহ তিনটি এলাকায় চারটি মোবাইল টাওয়ার প্রথম বসায় ২০১৪ সালে। এবার আরও আটটি বসানোর তোড়জোড় শুরু হয়েছে বনের আরও ভিতরে যে এলাকাকে পরিবেশগতভাবে বেশি সংবেদনশীল এবং বাঘের চলাচলের পথ চিহ্নিত করেছে বনবিভাগ

পরিবেশ আইন পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালার মতে, মোবাইল ফোনের টাওয়ারের মতো বড় স্থাপনা লাল ক্যাটাগরির। এমন স্থাপনা করার আগে পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক পরিবেশগত পরিবেশগত ব্যবস্থাপনা প্রতিবেদন (ইএমপি) এবং পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন নেয়া বাধ্যতামূলক।

এইসব স্পর্শকাতর এলাকায় স্থাপনা তৈরিতে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়ার কথা। এ নিয়ে আছে উচ্চ আদালতের নির্দেশনাও। কিন্তু টেলিটক মানছেনা কিছুই।

বার বার যোগোযোগ করা হলেও টেলিটকের কেউ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

তবে বন বিভাগকে দেয়া চিঠিতে টেলিটক জানিয়েছেন বন কর্মীদের সহজ যোগাযোগ আর দস্যুতা দমনে গহিন বনে মোবাইল ফোনের নেটওয়ার্ক স্থাপন জরুরি হয়ে পড়েছে।